হোম > সারা দেশ > গাজীপুর

প্রাণী মৃত্যুর খবরে সাফারি পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর সঙ্গে সঙ্গে পার্কে কমে গেছে দর্শনার্থীদের আনাগোনা। গত কয়েক সপ্তাহের ব্যবধানে পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ। প্রাণী মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ার কারণে পার্কে আসা দর্শনার্থীদের মধ্যে প্রভাব পড়েছে। 

আজ বুধবার সরেজমিনে পার্কে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে করোনাভাইরাস, অন্যদিকে প্রাণী মৃত্যুর খবর। এ জন্য অনেকের ধারণা প্রাণীগুলো করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে। তাই অনেকেই পার্কে আসছে না। অপরদিকে স্কুল-কলেজ বন্ধ থাকায় পিকনিকেও আসছে না কেউ। করোনার ভয়ে অনেক বয়স্ক মানুষ পার্কে আসেন না। সব মিলিয়ে করোনা আর প্রাণী মৃত্যুর প্রভাবে পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ। এতে পার্ক ইজারাদার ক্ষতির মুখে পড়ছেন। 

শেরপুর থেকে আসা দর্শনার্থী আল নোমান বলেন, ‘শেরপুর থেকে সকালে পার্কে এসেছি। সবকিছু বেষ্টনী ঘুরে ঘুরে দেখছি। অনেকগুলো জেব্রা মারা গেছে। এ জন্য পার্কে দর্শনার্থী অনেক কম। আমি নিজেও ভয়ে ভয়ে পার্কে এসেছি। অনেকেই বলছে, পার্কের প্রাণীর মধ্যে করোনা হয়েছে।’ 

নরসিংদীর রায়পুরা থেকে আসা একরামুল হক বলেন, ‘করোনা আর প্রাণী মৃত্যুর কারণে পার্কে দর্শনার্থী কম। আমার সঙ্গে অনেকেই আসার কথা ছিল। কিন্তু তারা ভয়ে সফরে আসেনি। প্রাণী মৃত্যুর পর সবার মনে একপ্রকার ভয় কাজ করছে।’ 
 
সাফারি পার্কের কোর সাফারির ইজারাদার শাওন এন্টারপ্রাইজের ম্যানেজার মাসুদ রানা বলেন, গত বছরের ডিসেম্বর মাসে সাফারি পার্কের কোর সাফারিতে দর্শনার্থী ছিল সাড়ে ৩ হাজার। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে প্রাণী মৃত্যুর পর থেকে দর্শনার্থীদের সংখ্যা কমে এসেছে কয়েক গুণ। গতকাল মঙ্গলবার পার্কের কোর সাফারিতে দর্শনার্থী ছিল সাড়ে ৪০০। এ সংখ্যা আজ এসে দাঁড়িয়েছে তিন শতাধিক। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, ‘পার্কে দর্শনার্থী কমে যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে আমি মনে করি করোনাভাইরাসের প্রভাবে পার্কে দর্শনার্থী কম আসছে।’ 

উল্লেখ্য, ২০২১ সালের ৩ ডিসেম্বর শাওন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কোর সাফারি ২ কোটি ৩২ লাখ টাকা দিয়ে ইজারা নেয়। ভ্যাটসহ যা প্রায় পৌনে তিন কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। 

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব