হোম > সারা দেশ > গাজীপুর

প্রাণী মৃত্যুর খবরে সাফারি পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর সঙ্গে সঙ্গে পার্কে কমে গেছে দর্শনার্থীদের আনাগোনা। গত কয়েক সপ্তাহের ব্যবধানে পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ। প্রাণী মৃত্যুর খবর সারা দেশে ছড়িয়ে পড়ার কারণে পার্কে আসা দর্শনার্থীদের মধ্যে প্রভাব পড়েছে। 

আজ বুধবার সরেজমিনে পার্কে আসা দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, একদিকে করোনাভাইরাস, অন্যদিকে প্রাণী মৃত্যুর খবর। এ জন্য অনেকের ধারণা প্রাণীগুলো করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছে। তাই অনেকেই পার্কে আসছে না। অপরদিকে স্কুল-কলেজ বন্ধ থাকায় পিকনিকেও আসছে না কেউ। করোনার ভয়ে অনেক বয়স্ক মানুষ পার্কে আসেন না। সব মিলিয়ে করোনা আর প্রাণী মৃত্যুর প্রভাবে পার্কে দর্শনার্থী কমেছে কয়েক গুণ। এতে পার্ক ইজারাদার ক্ষতির মুখে পড়ছেন। 

শেরপুর থেকে আসা দর্শনার্থী আল নোমান বলেন, ‘শেরপুর থেকে সকালে পার্কে এসেছি। সবকিছু বেষ্টনী ঘুরে ঘুরে দেখছি। অনেকগুলো জেব্রা মারা গেছে। এ জন্য পার্কে দর্শনার্থী অনেক কম। আমি নিজেও ভয়ে ভয়ে পার্কে এসেছি। অনেকেই বলছে, পার্কের প্রাণীর মধ্যে করোনা হয়েছে।’ 

নরসিংদীর রায়পুরা থেকে আসা একরামুল হক বলেন, ‘করোনা আর প্রাণী মৃত্যুর কারণে পার্কে দর্শনার্থী কম। আমার সঙ্গে অনেকেই আসার কথা ছিল। কিন্তু তারা ভয়ে সফরে আসেনি। প্রাণী মৃত্যুর পর সবার মনে একপ্রকার ভয় কাজ করছে।’ 
 
সাফারি পার্কের কোর সাফারির ইজারাদার শাওন এন্টারপ্রাইজের ম্যানেজার মাসুদ রানা বলেন, গত বছরের ডিসেম্বর মাসে সাফারি পার্কের কোর সাফারিতে দর্শনার্থী ছিল সাড়ে ৩ হাজার। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে প্রাণী মৃত্যুর পর থেকে দর্শনার্থীদের সংখ্যা কমে এসেছে কয়েক গুণ। গতকাল মঙ্গলবার পার্কের কোর সাফারিতে দর্শনার্থী ছিল সাড়ে ৪০০। এ সংখ্যা আজ এসে দাঁড়িয়েছে তিন শতাধিক। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, ‘পার্কে দর্শনার্থী কমে যাওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে আমি মনে করি করোনাভাইরাসের প্রভাবে পার্কে দর্শনার্থী কম আসছে।’ 

উল্লেখ্য, ২০২১ সালের ৩ ডিসেম্বর শাওন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কোর সাফারি ২ কোটি ৩২ লাখ টাকা দিয়ে ইজারা নেয়। ভ্যাটসহ যা প্রায় পৌনে তিন কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর