বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মুগদায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটনাটি ঘটে। পরে বেলা ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পুড়ে গেলেও এতে কেউ হতাহত হয়নি।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম আল আমিন (২৫)। মুগদা থানার ওসি আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আব্দুল মজিদ বলেন, মিডলাইন পরিবহনের বাসে দুজন যাত্রী ওঠেন। তাঁদের একজন নামার পরপরই বাসের পেছনের দিকে আগুন জ্বলে ওঠে। দুজনের মধ্যে একজনকে ধরা গেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।