হোম > সারা দেশ > ঢাকা

সরকারি ওষুধ চুরির সন্দেহে ঢামেক কর্মচারী আটক 

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে সরকারি ওষুধসহ মো. ফারুক নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে আটক করেছেন হাসপাতালের আনসার সদস্যরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরে মর্গ অফিসের সামনে থেকে সরকারি ওষুধসহ তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পরিচালকের কক্ষে নিয়ে যান আনসার সদস্যরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বেপারী আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে গোপনে সংবাদ পাই, স্টোর থেকে একজন সরকারি স্টাফ একটি ওষুধের ছোট কার্টন নিয়ে বহির্বিভাগ দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছে। পরে হাসপাতালের ভেতরে মর্গ অফিসের সামনে থেকে তাকে ওষুধের কার্টনসহ ধরা হয়।’

পরে ওষুধের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ১১২ নম্বর ওয়ার্ডের ওষুধ। তবে তাঁর কাছে কোনো কাগজপত্র ছিল না। তখন তাঁকে পরিচালকের রুমে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আনসার সদস্যরা হাসপাতালের ভেতর থেকে ওষুধের কার্টনসহ ফারুক নামে এক কর্মচারীকে আটক করেছে। ওষুধগুলো জব্দ করা হয়েছে। ওষুধ বাইরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. মশিউর রহমান আজকের পত্রিকাকে  বলেন, ‘এক স্টাফকে ওষুধের কার্টনসহ ধরেছে আনসার সদস্যরা। ওষুধের কার্টন পরিচালকের কক্ষে রয়েছে। আমাদের স্টোরের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি