হোম > সারা দেশ > ঢাকা

সরকারি ওষুধ চুরির সন্দেহে ঢামেক কর্মচারী আটক 

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে সরকারি ওষুধসহ মো. ফারুক নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে আটক করেছেন হাসপাতালের আনসার সদস্যরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরে মর্গ অফিসের সামনে থেকে সরকারি ওষুধসহ তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পরিচালকের কক্ষে নিয়ে যান আনসার সদস্যরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. উজ্জ্বল বেপারী আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে গোপনে সংবাদ পাই, স্টোর থেকে একজন সরকারি স্টাফ একটি ওষুধের ছোট কার্টন নিয়ে বহির্বিভাগ দিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছে। পরে হাসপাতালের ভেতরে মর্গ অফিসের সামনে থেকে তাকে ওষুধের কার্টনসহ ধরা হয়।’

পরে ওষুধের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ১১২ নম্বর ওয়ার্ডের ওষুধ। তবে তাঁর কাছে কোনো কাগজপত্র ছিল না। তখন তাঁকে পরিচালকের রুমে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আনসার সদস্যরা হাসপাতালের ভেতর থেকে ওষুধের কার্টনসহ ফারুক নামে এক কর্মচারীকে আটক করেছে। ওষুধগুলো জব্দ করা হয়েছে। ওষুধ বাইরে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. মশিউর রহমান আজকের পত্রিকাকে  বলেন, ‘এক স্টাফকে ওষুধের কার্টনসহ ধরেছে আনসার সদস্যরা। ওষুধের কার্টন পরিচালকের কক্ষে রয়েছে। আমাদের স্টোরের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া