হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কিশোর সজীব হত্যার ১৯ বছর পর দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর সজিব ওরফে শরীফ (১৫) হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জ শহরের তল্লা খানপুর এলাকার খোকন মিয়ার ছেলে রনি এবং বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আজিজুল ইসলামের ছেলে মামুন। রায় ঘোষণাকালে উভয়েই পলাতক ছিলেন।

রায়ের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

ঘটনার বিবরণে পুলিশ জানায়, ‘২০০৫ সালে ১ মার্চ সন্ধ্যার পর বন্দরের সোনাকান্দা পানির ট্যাংকে এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে বাইরে যায় সজিব ওরফে শরীফ। কিন্তু রাতে বাসায় ফিরে না আসায় তার বাবা শহীদুল্লাহ তার খোঁজ করেও পাননি।

পরদিন পুলিশ বন্দরের মাহমুদপুর এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে সজিবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা শহীদুল্লাহ বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডের ১৯ বছর পর আজকে আদালত এই মামলার রায় ঘোষণা করেছেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল