হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা মহানগর বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আনোয়ার ও রবিউল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ারুজ্জামান আনোয়ার ও শেখ রবিউল আলম রবি। এর মধ্যে আনোয়ারুজ্জামান আনোয়ারকে ঢাকা মহানগর উত্তর বিএনপির এবং শেখ রবিউল আলম রবিকে দক্ষিণ বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের ওই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্তার হোসেন সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

একই বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১