হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়িতে ভুয়া সাব-ইন্সপেক্টরকে আটক করল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটক ব্যক্তির নাম মাসুম কবির। তিনি নিজেকে পুলিশের সহকারী পরিদর্শক পরিচয় দিতেন।

আজ শনিবার যাত্রাবাড়ী ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাফিক পুলিশ জানায়, সায়েদাবাদ রেলগেট এলাকায় ডিউটি চলাকালীন হেলমেটবিহীন এক মোটরসাইকেলচালকের কাগজপত্র চেক করার জন্য থামালে তিনি নিজেকে পুলিশ হেডকোয়ার্টারের সাব-ইন্সপেক্টর বলে পরিচয় দেন এবং তাঁকে ছেড়ে দিতে আদেশ করেন। এতে সার্জেন্ট মো. আল মামুনের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশ সদস্য নন বলে স্বীকার করেন। তিনি জানান, তাঁর নাম মাসুম কবির। মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি এই ভুয়া পরিচয় প্রদান করেছেন।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এর আগেও পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন বলে জানা গেছে। 

এরপর ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী ব্যক্তিকে আটক করে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) হান্নান হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর হান্নান হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্তের শেষে বাকি তথ্য জানা যাবে। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯