হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়িতে ভুয়া সাব-ইন্সপেক্টরকে আটক করল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। আটক ব্যক্তির নাম মাসুম কবির। তিনি নিজেকে পুলিশের সহকারী পরিদর্শক পরিচয় দিতেন।

আজ শনিবার যাত্রাবাড়ী ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

ট্রাফিক পুলিশ জানায়, সায়েদাবাদ রেলগেট এলাকায় ডিউটি চলাকালীন হেলমেটবিহীন এক মোটরসাইকেলচালকের কাগজপত্র চেক করার জন্য থামালে তিনি নিজেকে পুলিশ হেডকোয়ার্টারের সাব-ইন্সপেক্টর বলে পরিচয় দেন এবং তাঁকে ছেড়ে দিতে আদেশ করেন। এতে সার্জেন্ট মো. আল মামুনের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশ সদস্য নন বলে স্বীকার করেন। তিনি জানান, তাঁর নাম মাসুম কবির। মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তিনি এই ভুয়া পরিচয় প্রদান করেছেন।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এর আগেও পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন বলে জানা গেছে। 

এরপর ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারী ব্যক্তিকে আটক করে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) হান্নান হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর হান্নান হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, এ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্তের শেষে বাকি তথ্য জানা যাবে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল