হোম > সারা দেশ > ঢাকা

স্থায়ী জামিন পেলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। আজ রোববার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ জামিন দেন। দুপুরের পর পরীমনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত স্থায়ী জামিন দেন।

গত ৩১ আগস্ট পরীমণিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত জামিন দেন। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত এই জামিন দেওয়া হয়। গত ৪ অক্টোবর সিআইডি পরীমণি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। জামিনের শর্ত অনুযায়ী হাজিরার দিনে তাঁকে নতুন করে জামিনের আবেদন করতে হবে।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আজকের পত্রিকাকে বলেন, পরীমণি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। অন্যদিকে পরিবহনসহ তিনজনের বিরুদ্ধে সিআইডির দাখিল করা অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত। 

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (ক) (খ) / ১০ (খ) / ৪১ / ৪২ (১) ধারায় এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরীমণির সঙ্গে অভিযোগপত্রে আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীকে আসামি করা হয়েছে। কবীর চৌধুরীকে এই মামলায় পলাতক দেখানো হয়েছে। আশরাফুল ইসলাম দিপুকে পরীমণির সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি পরীমণির ম্যানেজার হিসেবে কাজ করতেন। কবীর চৌধুরী পরীমণির বাসায় অভিযানের আগেই পালিয়ে যান বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবীর চৌধুরীর সহযোগিতায় পরীমণি তাঁর বাসায় মাদকের আসর বসাতেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয়ভাবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পরীমণির বাসায় মাদকদ্রব্য সংরক্ষণ করতেন। ওই মাদকদ্রব্য সেবনের জন্য পরীমণি তাঁর বাসায় একটি মিনিবার প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিগণ মাদক সেবন করতেন।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি