মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে বালিগ্রাম এলাকায় ভাঙ্গা ব্রিজ-সংলগ্ন সড়কের পাশ থেকে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কের পাশের সরকারি জমি দখল করে টিনের দোকানঘর নির্মাণ করা হয়। স্থানীয় জাফর তালুকদার, জমির তালুকদার, পলাশ মাতুব্বর, ফজলু তালুকদার, চান মিয়া মাতুব্বর, আফজাল তালুকদারসহ কয়েকজন প্রায় ১০টি দোকান নির্মাণ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ও ডাসার থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় বাসিন্দা আবুল, কাওসার, মোসলেমসহ একাধিক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় তাঁরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্যান্য স্থানে অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে তোলা ১০টি দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।