হোম > সারা দেশ > ঢাকা

সরকারি জমিতে নির্মিত দোকানঘর উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমি থেকে দোকানঘর উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের ডাসারে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নির্মাণ করা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে বালিগ্রাম এলাকায় ভাঙ্গা ব্রিজ-সংলগ্ন সড়কের পাশ থেকে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কের পাশের সরকারি জমি দখল করে টিনের দোকানঘর নির্মাণ করা হয়। স্থানীয় জাফর তালুকদার, জমির তালুকদার, পলাশ মাতুব্বর, ফজলু তালুকদার, চান মিয়া মাতুব্বর, আফজাল তালুকদারসহ কয়েকজন প্রায় ১০টি দোকান নির্মাণ করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ও ডাসার থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুল, কাওসার, মোসলেমসহ একাধিক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় তাঁরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্যান্য স্থানে অবৈধভাবে নির্মাণ করা সব ধরনের স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, সরকারি জমিতে অবৈধভাবে তোলা ১০টি দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। উপজেলার বাকি অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন