নিধিগাজীপুরের টঙ্গীতে রেহেনা আক্তার (২৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এরশাদ নগর এলাকার দুই নম্বর ব্লক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার সিরাজ মিয়ার মেয়ে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রেহেনা ও তাঁর ভাতিজি সামিয়া আক্তার একই কক্ষে থাকতেন। মঙ্গলবার সকালে সামিয়া প্রাইভেট পড়তে চলে যায়। এ সময় রেহেনা ওই কক্ষের দরজা বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা তাঁর কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেহেনা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।