হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে কার্যালয় থেকে জমির অর্ধশতাধিক দলিল লুট

মানিকগঞ্জ প্রতিনিধি

লকার ভেঙে অর্ধশতাধিক জমির দলিল লুট করার অভিযোগ পাওয়া গেছে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ জেলা দলিল লেখক কার্যালয়ে থেকে দলিল লেখকের লকার ভেঙে গচ্ছিত অর্ধশতাধিক জমির দলিল লুটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিরাপত্তাকর্মী মোকসেদ আলী বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে ডাকাত দল এসে আমাকে মারধর করে জিম্মি করে রাখে। পরে দলিল লেখকদের গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায় ডাকাত দল।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘ভবনের ভেতরে আমি দরজা বন্ধ অবস্থায় বসে ছিলাম। এ সময় বাইরে লোহার গেটে শব্দ শুনতে পেয়ে বের হই। ততক্ষণে ডাকাতেরা বাইরের তালা ভেঙে আমাকে জাপটে ধরে। তারা (ডাকাত) মুখোশ পরা ছিল এবং হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। এ সময় আমার কাছে থাকা একটি মোবাইল ফোন ও টাকাপয়সা নিয়ে নেয়। পরে বারান্দায় থাকা দলিল লেখকদের আলমারি ভেঙে দলিলপত্র নিয়ে চলে যায়। আমাকে ভেতরের কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে ডাকাতেরা চলে যায়।’

সংগঠনটির সাবেক সভাপতি এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে অর্ধশতাধিক দলিল খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকরা দলিল নিতে আসলে আর আসল দলিল পাবে না। পুনরায় সার্টিফাইড কপি অফিস থেকে উত্তোলন করে দিতে হবে। মূল দলিল জমির মালিকের কাছে না থাকায় গ্রাহকরা ভোগান্তির শিকার হবেন। এ ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচার না হলে গ্রাহকরা আর দলিল লেখকদের ভরসা করতে পারবে না বলে জানান তিনি।

দলিল লেখক সমিতির সহসভাপতি বশির আহমেদ বাবু বলেন, ‘লকারে কোনো টাকাপয়সা বা স্বর্ণালংকার ছিল না। গ্রাহকের গুরুত্বপূর্ণ দলিলাদি দিয়ে পরিপূর্ণ ছিল। যারা ডাকাতির মাধ্যমে দলিলগুলো নিয়ে গেছে, তাদের কোনো লাভ হবে না। কিন্তু আমার এবং গ্রাহকদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এটা কোনো ডাকাতি না, এটা পরিকল্পিত চক্রান্ত।’

জেলা সাবরেজিস্ট্রার শেখ মোহাম্মদ মছিউল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কিছু হয়ে থাকলে, সে বিষয়ে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করে আমরা জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছি।’

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ