হোম > সারা দেশ > ঢাকা

সরকারি উদ্যোগে টাকা দিবস পালনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের প্রথম কাগজি মুদ্রার প্রচলনের ইতিহাস সম্পর্কে সবাইকে জানাতে ‘টাকা দিবস’ পালন করল মুদ্রা বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা কালেক্টার। আজ শনিবার রাজধানীর ফার্মগেটে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম মুদ্রিত টাকার আদলে বানানো কেক কেটে দিবসটি পালন করেন পত্রিকাটির উদ্যোক্তারা। অনুষ্ঠানে সরকারি উদ্যোগে জাতীয় টাকা দিবস পালনের দাবি জানানো হয়।

পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক ইঞ্জিনিয়ার এস. এম. আকিবুর রহমান বলেন, ‘এক ও একশ টাকার নোট প্রচলনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজি মুদ্রা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এ নিয়ে ১৯৭২ সালের ৫ মার্চ বাংলাদেশ অবসার্ভার একটি সংবাদও প্রকাশ করে। সেই হিসেবে আমরা ৪ মার্চকে টাকা দিবস হিসেবে পালন করছি। সরকারিভাবে এই দিবসটি পালন করা জরুরি।’ 

টাকা দিবস উপলক্ষে দুটি পুস্তিকা প্রকাশ করা হয়। যেখানে এ যাবৎ বাংলাদেশের ব্যাংকের ১৪ জন গভর্নর ও বাংলাদেশ সরকারের ২০ জন অর্থসচিবের ছবি, তাঁদের কার্যকাল ও স্বাক্ষরের (ভিন্নতা সহ) ছবিসহ যুক্ত করা হয়েছে। পত্রিকাটির গবেষণা সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম তার বক্তব্যে গভর্নর ও অর্থসচিববৃন্দের স্বাক্ষরের বিভিন্ন দিক সংগ্রাহকদের সামনে তুলে ধরেন।

ব্যাংকনোট সংগ্রাহকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে ২০০৯ সালে ব্যাংকনোট এবং মুদ্রা-বিষয়ক তথ্য ও গবেষণাধর্মী ত্রৈমাসিক পত্রিকা হিসেবে কালেক্টর যাত্রা শুরু করে। পত্রিকাটির উদ্যোগে ২০২১ সাল থেকে টাকা দিবস পালিত হয়ে আসছে। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু