হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, আহত ৪

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দেওয়ার ঘটনায় দুই নারীসহ চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সেনানিবাস এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতরা হলেন, ভাঙ্গা নাজিরপুরের মজিবর মাতবরের স্ত্রী জাহানারা বেগম (৬০), শরীয়তপুরের কদম আলীর স্ত্রী ফুলমালা বেগম (৫৫)। বাকি দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানান, দোগাছি এলাকায় মহাসড়কে ওজন মাপার স্কেল টোলের সামনে মাওয়াগামী একটি অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে ইলিশ পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের দুই নারী যাত্রীসহ চারজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় বাসটির সামন দিকটা দুমড়ে মুচড়ে যায়। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুতর। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকা জানান, গুরুতর দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে (নিটোর) পাঠানো হয়েছে। 

এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, এ ঘটনায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির