হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া ও সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তাররা হলেন সাভারের ইমান্দিপুর এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন (৪৫), সাভারের মজিদপুর এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে রিপন মিয়া (৪৬)। সাভারের পাকিজা গার্মেন্টস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ছাড়া আশুলিয়ার জিরানী টেঙ্গুরী এলাকায় ইয়াবাসহ আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন এসআই সহিদুল ইসলাম। গ্রেপ্তার জিসান ইসলাম শিবলু টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাসিন্দা। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ