নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাছিমা আক্তার খোকন নামে এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের প্রতিপক্ষ নাছিমা আক্তারের সঙ্গে ওই প্রতিবন্ধীর দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে নাছিমা আক্তার তাঁর ছেলে নাফিজ মিয়াকে নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে ওই প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন।
এ সময় তাঁর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাঁকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।