হোম > সারা দেশ > ঢাকা

‘বেঞ্চে বসা নিয়ে’ দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় আহত ৫

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ক্লাসে বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর তুরাগে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন ম ম পৃথ্বী (২৩) ও ম ম রাজ্য (১৭) এবং পৃথ্বীর বন্ধু আহনাফ (২৩), আশিক (২৪) ও জাওয়াদ (২১)। 

প্রতিপক্ষের হামলার ঘটনায় প্রাথমিক চিকিৎসা শেষে ম ম পৃথ্বী বাদী হয়ে রাতে তুরাগ থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

অভিযোগকারী ম ম পৃথ্বী ও তাঁর ভাই ম ম রাজ্য বরিশাল সদরের জব্বার মিয়া লেনের বাসিন্দা অভিনেতা ম ম মোর্শেদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির ছেলে। বর্তমানে তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের সন্ধ্যা মালতি ভবনের বাসিন্দা। 

ম ম পৃথ্বী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট ভাই রাজ্য তুরাগ থানাধীন মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ১০টায় শ্রেণিকক্ষের বেঞ্চে বসা নিয়ে রাজ্যের সঙ্গে তারই সহপাঠী সিয়াম ও জিসুমের কথা-কাটাকাটি হয়। পরে তারা কলেজের বাইরে মারধর করবে বলে হুমকি দেয়।’ 

তিনি বলেন, ‘বিষয়টি আমার ছোট ভাই আমাকে ফোন করে জানায়। সেই সঙ্গে তাকে ক্লাস শেষে নিয়ে আসার জন্য অনুরোধ করে। পরে দুপুর ১টার দিকে ছোট ভাই রাজ্যকে নিয়ে আসার জন্য আমি ও আমার বন্ধু আহনাফ, আশিক, জাওয়াদ মেট্রোরেলের প্রধান ডিপো চত্বরে যাই। পরে দুপুর ২টার দিকে ছোট ভাই রাজ্য ক্লাস শেষে বের হয়ে ডিপো চত্বরে আসে। তখন সিয়াম, জিসুমসহ তাদের সঙ্গে আরও কয়েকজন সহপাঠী রায়দুর আব্বার, আপন, আলতামাস, হাশেম আমার ছোট ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। তখন আমি তাদের বোঝানোর চেষ্টা করি। একপর্যায়ে সৈকত রায়হান (২৮), ইমন (২০), সাগর (২২), রুফাইদসহ (২৪) অজ্ঞাতনামা ২০-৩০ জন আমাদের ওপর বাঁশ, রড, ইট, পাথর দিয়ে হামলা করে। 

‘তাদের হামলায় আমি ও আমার ছোট ভাই রাজ্য এবং বন্ধু আহনাফ, আশিক, জাওয়াদ আহত হই। হামলাকারীরা আমার বন্ধু আহনাফের মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৯-৯২৬৫) ভাঙচুর করে। হামলাকারীদের আঘাতে আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তুরাগ থানায় একটি অভিযোগ করেছি।’ 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ