হোম > সারা দেশ > ঢাকা

সাঈদীর মৃত্যু: বিএসএমএমইউ হাসপাতালে স্বজন ও নেতা–কর্মীর ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর সংবাদ শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভিড় করছেন তাঁর স্বজন ও দলের নেতা–কর্মীরা। 

হাসপাতালের সামনে থেকে আজকের পত্রিকার প্রতিবেদক জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে সাঈদীর দুই ছেলে ও তাঁদের স্ত্রীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন। মরদেহ কখন বুঝে নেবেন সে বিষয়ে আলোচনা করছেন। 

সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের গেটে সামনে উপস্থিত হতে শুরু করেছেন সাঈদীর ভক্ত ও দলীয় নেতা–কর্মীরা। হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁদের স্বজনেরাও সেখানে এসেছেন। উপস্থিত জনতাকে নিয়ন্ত্রণ করতে হাসপাতালের আনসার ও পাশে থাকা শাহবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলে সেখানে অন্তত পাঁচ শতাধিক মানুষ সেখানে ভিড় করছেন। 

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী বলেন, ‘সাঈদীর মৃত্যুর পর বিএসএমএমইউ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

এর আগে কাশিমপুর কারাগারে থাকা সাঈদী অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার তাকে গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাতে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সেখানে আজ সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান।

সাঈদীকে মৃত ঘোষণার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে হাসপাতালের পরিচালক বলেন, ‘ওনার দুই ছেলে এখানে উপস্থিত আছেন। আনুষ্ঠানিকতা সেরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু