গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় পল্টন এলাকায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক গোলাম মোস্তফা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। র্যাব-৪-এর একটি দল গোলাম মোস্তফাকে আশুলিয়া থেকে আটক করে বলে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন আজ শুক্রবার দুপুরে জানান।
এক বিবৃতিতে র্যাবের মুখপাত্র বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার ‘এজাহারনামীয়’ অন্যতম আসামি গোলাম মোস্তফা।