হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

টিকটকে অভিনয়ের প্রস্তাব দিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে টিকটকে অভিনয়ের জন্য ডেকে এনে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বয়স যথাক্রমে ১৬,১৭ এবং ১৫।

 গতকাল বুধবার রাতে বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর নানি বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা টিকটক ভিডিওতে অভিনয় করার জন্য বুধবার বিকেলে মাদ্রাসা ছাত্রীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় প্রধান অভিযুক্ত ও তার চার সহযোগী মিলে কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় রাত পর্যন্ত টিকটক ভিডিও বানায়। পরে কিশোরীকে নিয়ে রাত সাড়ে ৯টায় ইস্পাহানি মাঝির গলি এলাকায় নিয়ে ধর্ষণ করে প্রধান অভিযুক্ত। তাকে সহায়তা ও পাহারা দেয় বাকি চার সহযোগী।

এ সময় ধর্ষণের বিষয়টি বুঝতে পারে এলাকার কয়েকজন ব্যক্তি। তারা ঘটনাস্থল থেকে তিন সহযোগীকে হাতেনাতে আটক করে। টের পেয়ে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত ও তার এক সহযোগী।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কিশোরদের বিকেলেই আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্তকে ধরতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি

প্রথম আলো কার্যালয়ে পুলিশের ব্যারিকেড, সিআইডির নমুনা সংগ্রহ

হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে ছাত্র-জনতার অবস্থান বাড়ছে

ধানমন্ডির ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, নিরাপত্তা জোরদার

ঢাকার রাস্তায় বাড়বে এসি বাস

ধানমন্ডি ৩২ নম্বরে মাঝরাতে আগুন-ভাঙচুর