হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে অস্ত্রের মুখে আইফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পল্লবী মেট্রো স্টেশন। ছবি: সংগৃহিত

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে ধারালো অস্ত্রের মুখে এক যুবকের কাছ থেকে আইফোন ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আল-আমিন রানা নামের এক যুবকের সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়। ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা করেছেন রানা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জয় দাশ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঘটনার পর থানায় মামলায় উল্লেখ করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মোবাইল ফোন হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তাঁর পেছন পেছন আসছিলেন তিনজন। তাঁদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তাঁর গতিরোধ করেন। তাঁরা ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করে তাঁর আইফোন ছিনিয়ে নেন। এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যান।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক