হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে অস্ত্রের মুখে আইফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পল্লবী মেট্রো স্টেশন। ছবি: সংগৃহিত

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে ধারালো অস্ত্রের মুখে এক যুবকের কাছ থেকে আইফোন ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আল-আমিন রানা নামের এক যুবকের সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়। ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা করেছেন রানা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জয় দাশ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঘটনার পর থানায় মামলায় উল্লেখ করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মোবাইল ফোন হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তাঁর পেছন পেছন আসছিলেন তিনজন। তাঁদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তাঁর গতিরোধ করেন। তাঁরা ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করে তাঁর আইফোন ছিনিয়ে নেন। এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যান।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট