হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে অস্ত্রের মুখে আইফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পল্লবী মেট্রো স্টেশন। ছবি: সংগৃহিত

রাজধানীর পল্লবীতে মেট্রো স্টেশনের নিচের ফুটপাতে ধারালো অস্ত্রের মুখে এক যুবকের কাছ থেকে আইফোন ছিনিয়ে নিয়েছে তিন ছিনতাইকারী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আল-আমিন রানা নামের এক যুবকের সঙ্গে এ ঘটনা ঘটে। তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। থাকেন পল্লবী এলাকায়। ঘটনার পর পল্লবী থানায় একটি মামলা করেছেন রানা।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জয় দাশ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ঘটনার পর থানায় মামলায় উল্লেখ করেছেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিঠে ব্যাগ থাকা এক ব্যক্তি মোবাইল ফোন হাতে মেট্রো স্টেশনের নিচের সড়কের ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। তাঁর পেছন পেছন আসছিলেন তিনজন। তাঁদের একজন ওই ব্যক্তির আগে চলে যান। ওই ব্যক্তি ফুটপাতের সংকীর্ণ স্থানে যেতেই তিনজন তাঁর গতিরোধ করেন। তাঁরা ওই ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করে তাঁর আইফোন ছিনিয়ে নেন। এ সময় ছিনতাইকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন। তারপর তিনজনই দৌড়ে একটি অটোরিকশায় উঠে পালিয়ে যান।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন