নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৭৩ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। আটককৃত মাদক কারবারি সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে মো. আলী নূর (৪৫)। গতকাল শনিবার বিকেলে চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। র্যাব জানায়, তিনি একাধিক মাদক মামলার আসামি।
আজ রোববার সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের তিনটি মামলা রয়েছে।