হোম > সারা দেশ > ঢাকা

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বিক্ষোভ হয়। ছবি: আজকের পত্রিকা

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এ সময় বিক্ষোভকারীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘শিয়া-সুন্নি ভাই ভাই, ঐক্য ছাড়া মুক্তি নাই’ স্লোগান দিতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কলাভবন, উপাচার্য চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিলটি শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ১৩ জুন রাতের অন্ধকারে বিশ্ব মানবতাকে উপেক্ষা করে, জাতিসংঘের সব আইনকে অমান্য করে হামলা চালিয়ে ইরানের সেনাপ্রধান, ছয় পরমাণু বিজ্ঞানীসহ মোট ২৬ জনকে নির্মমভাবে হত্যা করে।

ইরানে হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খ্যাপা কুকুর’ অভিহিত করে বক্তারা বলেন, ‘এই খ্যাপা কুকুরকে প্রশ্ন করার মতো কেউ পৃথিবীতে আজ নেই। এই কুকুর ফিলিস্তিনের গাজায় সাধারণ জনগণকে হত্যা করছে। ফিলিস্তিনি নারী-শিশুদের ওপর হামলা চলমান রেখে সে তার রক্তাক্ত হাত বাড়িয়ে দিয়েছে ইরানের দিকে। পরদিনই এর সমুচিত জবাব দিয়েছে ইরান।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ