হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পাইপের চাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্টের রিং পাইপের চাপায় নুপুর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুপুর ইসদাইর বস্তি এলাকার দিনমজুর মিলন হোসেনের মেয়ে। একই ঘটনায় আহত হয়েছে আয়েশা (৬) নামের আরেক শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে নালা ও রাস্তার কাজ চলছে। কাজের জন্য মাটি খুঁড়ে সেখানে পুরোনো চার ফুটের মোটা কয়েকটি পাইপ তুলে রাখেন শ্রমিকেরা। কাজ বন্ধ থাকায় সেখানে গিয়ে খেলছিল শিশুরা। এর মধ্যে একটি শিশু পাইপের ওপরে উঠলে পাইপ গড়িয়ে নিচে নেমে আসে। সময় পাইপের নিচে চাপা পরে নুপুর। 

ঘটনার পরপরেই স্থানীয়রা শিশু দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চবিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘রাস্তা সংস্কারে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে পাইপ গড়িয়ে পড়ে শিশুটি নিহত হয়েছে। এটা দুঃখজনক। অবহেলায় জড়িত ঠিকাদার প্রতিষ্ঠানের বিচার হওয়া উচিত।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বা তদন্তে দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। 

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ