হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ট্রাক চাপায় শিশু নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে শাহাজালাল (১১) নামের এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

শাহাজালাল দোহার উপজেলার বিলাশপুর গ্রামের মহিন হাওলাদারের ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

শাহজালালের দাদা মো. দেলোয়ার বলেন, ‘আমার নাতি বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে স্থানীয় বাসিন্দারা জানান সে চান মিয়া বটতলায় ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা সেখানে গিয়ে লাশ বাসায় নিয়ে আসি।’ 

এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সারোয়ার মোল্লা বলেন, ‘ওই রাস্তাটি ছোট, এটি ট্রাক চলাচলের অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তা ছাড়া রাস্তাটি দিয়ে স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। এ জন্য প্রশাসনের কাছে অনুরোধ, এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হোক।’ 

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু