হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ট্রাক চাপায় শিশু নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে শাহাজালাল (১১) নামের এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

শাহাজালাল দোহার উপজেলার বিলাশপুর গ্রামের মহিন হাওলাদারের ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

শাহজালালের দাদা মো. দেলোয়ার বলেন, ‘আমার নাতি বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে স্থানীয় বাসিন্দারা জানান সে চান মিয়া বটতলায় ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা সেখানে গিয়ে লাশ বাসায় নিয়ে আসি।’ 

এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সারোয়ার মোল্লা বলেন, ‘ওই রাস্তাটি ছোট, এটি ট্রাক চলাচলের অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তা ছাড়া রাস্তাটি দিয়ে স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। এ জন্য প্রশাসনের কাছে অনুরোধ, এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হোক।’ 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য