হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ট্রাক চাপায় শিশু নিহত

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে শাহাজালাল (১১) নামের এক শিশু ট্রাক চাপায় নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বিলাশপুর ইউনিয়নের চান মোল্লা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। 

শাহাজালাল দোহার উপজেলার বিলাশপুর গ্রামের মহিন হাওলাদারের ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। মামলা হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

শাহজালালের দাদা মো. দেলোয়ার বলেন, ‘আমার নাতি বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে স্থানীয় বাসিন্দারা জানান সে চান মিয়া বটতলায় ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা সেখানে গিয়ে লাশ বাসায় নিয়ে আসি।’ 

এ বিষয়ে বিলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সারোয়ার মোল্লা বলেন, ‘ওই রাস্তাটি ছোট, এটি ট্রাক চলাচলের অনুপযোগী। এ নিয়ে আমি কয়েক বার আন্দোলনও করেছি। তা ছাড়া রাস্তাটি দিয়ে স্থানীয় মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা চলাচল করে। এ জন্য প্রশাসনের কাছে অনুরোধ, এই রাস্তা দিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হোক।’ 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ