হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি

নারায়ণগঞ্জে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি। ছবি: আজকের পত্রিকা

‘আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সবকিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু’—লিখে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দুটি বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি দিয়েছেন অজ্ঞাতনামা ব্যক্তিরা।

গত ২৫ মার্চ এই চিঠি প্রথম পাঠানো হয়। এরপর আবারও গতকাল মঙ্গলবার গভীর রাতে একই ধরনের হুমকি দিয়ে সাদা কাগজে লিখে বাড়ির দেয়ালে টানিয়ে রেখে যায়।

সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আমির হোসেন ভূঁইয়া ও দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়া বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানান। পরে তাঁরা সোনারগাঁ থানাকে অবহিত করে একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী হাজী আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘গত ২৫ মার্চ অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার বাড়ি ও দলিল লেখক আব্দুর রউফের বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি ফেলে যায়। এরপর আবারও মঙ্গলবার গভীর রাতে আমাদের বাড়ির দেয়ালে লিখে রাখে—‘‘আমরা আসবো, সবকিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ।

‘এ ঘটনায় আমরা পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, তবে জায়গা-জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে একটি মামলা চলমান রয়েছে।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, চিঠির মাধ্যমে ডাকাতির হুমকিসংক্রান্ত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই