হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালিয়েছে। অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ সময় গ্রাহক ও দালালদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বন্দরের ভাংতি বাজার ও আদমপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। তিনি জানান, অভিযানে ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান চলাকালে দুপুর তিনটার দিকে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কাজ শুরু করে তিতাস। এ সময় তিতাসের শ্রমিকদের বাঁধা দেয় স্থানীয় গ্রাহকেরা। পরে ঘটনাস্থলে একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়া দালাল চক্রের সদস্যকে উপস্থিত পেয়ে তার ওপর চড়াও হয় গ্রাহকেরা। তাঁর কাছ থেকে টাকা দিয়ে গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ তুলে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গ্রাহকেরা অভিযোগ করে বলেন, চুলা প্রতি ৪০-৫০ হাজার টাকা নিয়ে দালাল চক্র তাদের গ্যাস সংযোগ দিয়েছে। গ্রাহকদের প্রতি মাসে কোনোরকম গ্যাস বিল দিতে হবে না বলে দালালেরা শর্তও দিয়েছে। অথচ আজ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তবে দালাল চক্রের সদস্যের দাবি, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ক্ষমতাবান ব্যক্তিরাই তাদের সহযোগিতা করেন। গ্যাসের এই টাকার ভাগ পায় সবাই।

অভিযানের বিষয়ে তিতাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ বলেন, ‘অবৈধ সংযোগ নেওয়া এলাকার নারী-পুরুষ তিতাসের শ্রমিকদের কাজে বাধা দেয়। তবে যত বাধাই আসুক, তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান অব্যাহত থাকবে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি