হোম > সারা দেশ > ঢাকা

টেলিগ্রামে আউটসোর্সিংয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতারণার অভিযোগে যুবক। ছবি: আজকের পত্রিকা

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আউটসোর্সিংয়ের কাজ শেখানোর নামে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শনিবার রাজধানীর লালবাগ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুকান্ত বিশ্বাস (২৪), মানব বৈদ্য (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ছয়টি মোবাইল, ১৪টি সিম জব্দ করা হয়। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক চক্রটি দীর্ঘদিন সিমগুলো ব্যবহার করে প্রতারণা করত। কখনো সরকারি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা করত। এরপর সিম নম্বরগুলো বন্ধ করে দিত, আবার সেগুলো থেকে ওটিপি গ্রহণ করে নতুন হোয়াটসঅ্যাপ চালু করে ব্যবহার করত। এসব অ্যাকাউন্ট থেকে পুলিশসহ সরকারি বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিচয়ে প্রতারণাসহ লোকজনকে আউটসোর্সিংয়ের কাজ দেওয়াসহ নানাভাবে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেয়।

পুলিশ জানায়, তাদের প্রতারণার শিকার হন এক ভুক্তভোগী। তিনি আউটসোর্সিং কাজের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেখতেন। কাজের পাশাপাশি একটু বাড়তি আয়ের জন্য অনলাইন মাধ্যমগুলোতে খোঁজ করতে গিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে পার্টটাইম কাজের জন্য একটি মেসেজ দেখতে পান। পরে যোগাযোগ করলে টেলিগ্রামের একটি গ্রুপে অ্যাড করে দিলে সেখানে আরও অনেক মেম্বার দেখতে পান। টেলিগ্রাম গ্রুপে কাজ শেখার জন্য ১০ হাজার টাকা ফি দেওয়ার (ডিপোজিট) জন্য বলা হয়।

পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠালে প্রতারক চক্রটি ডিপোজিট অ্যাকাউন্ট খোলে এবং কাজের কিছু নির্দেশনা দেয়। কাজ শেষে টেলিগ্রামে যোগাযোগের চেষ্টা করলে তারা আর মেসেজ সিন করে না। এতে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ৪ মার্চ ডিএমপির পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি নিয়মিত মামলা করেন ওই ভুক্তভোগী। ওই মামলার সূত্র ধরে দুজনকে গ্রেপ্তার করে সিআইডি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না