নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ওই জুতার কারখানায় আগুন লাগার সংবাদ পাই ২টা ১৯ মিনিটে। পরে পোস্তগোলা ও ডেমরা ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।