হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জের চনপাড়ায় দুই পক্ষে গোলাগুলি, দিনমজুর গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই পক্ষে গোলাগুলির ঘটনায় সৈয়দ খান (৬৫) নামের এক দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বেলা ২টার দিকে রূপগঞ্জের চনপাড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। বুকে গুলিবিদ্ধ সৈয়দ খানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সৈয়দ খানের ছেলে জুলহাস খান বলেন, ‘আমাদের বাসা চনপাড়ায়। বাবা একজন দিনমজুর। এলাকায় ইটভাঙার কাজ করেন। দুপুরে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। চনপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।’

জুলহাস খান আরও বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল ও শমসের গ্রুপের মধ্যে দীর্ঘদিন গণ্ডগোল চলছে। আজও এলাকায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আমার বাবা গুলিবিদ্ধ হন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘রূপগঞ্জের চনপাড়া এলাকায় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছেন। বুকে গুলি লাগায় তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের