হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ১

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী এসকেন্দার খাঁকে হত্যা মামলায় বিল্লাল খান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে মাদারীপুরের জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বিল্লাল খান কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালী গ্রামের বাসিন্দা। আজ বিকেলে মাদারীপুরের পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম জানান, দীর্ঘদিনের এলাকার কোন্দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হওয়ায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য এসকেন্দার খাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া এসকেন্দার ও বিল্লালদের মধ্যে এর আগেও জমিজমা নিয়ে বিরোধ এবং মারামারির ঘটনায় একাধিক মামলাও হয়। এই পূর্বের বিরোধকে কাজে লাগিয়ে এসকেন্দারকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিল্লাল সরাসরি জড়িত বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকারও করেছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, সন্ধ্যায় বিল্লালকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১