হোম > সারা দেশ > ঢাকা

ঝুট ব্যবসা নিয়ে আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

সাভার(ঢাকা) প্রতিনিধি

সাভারে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হন।

আজ রোববার বিকেলে আশুলিয়ার জামগড়া চৌরাস্তাসংলগ্ন জামগড়া-বাগবাড়ী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন কাপ্তান নামের এক যুবক। তিনি জামগড়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। এ সময় আবু জাফর নামের এক ব্যক্তি মাথায় ইটের আঘাতে আহত হন।  

স্থানীয়রা জানান, বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানা থেকে ঝুটের মালবোঝাই ট্রাক বের হয়।

এ সময় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ও গুলির শব্দ শোনা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, সংঘর্ষ ও গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, স্থানীয় বকুল ভূঁইয়া ও শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তা শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস