হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আরও ৮ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকে চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা চার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিন আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। 

তিনি বলেন, চারটি মামলায় মোট ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগেও তাঁকে তিনটি মামলায় রিমান্ডে নেওয়া হয়েছিল। 

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। রূপগঞ্জ থানায় দায়ের করা রোমান মিয়া হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।

পরে ১ সেপ্টেম্বর আড়াইহাজার থানায় দায়ের করা দুই মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীকালে ১৮ সেপ্টেম্বর ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর