হোম > সারা দেশ > ঢাকা

মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউটে ৪ জন সংকটাপন্ন, আরও দুজনকে ছাড়পত্র

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ চারজনের অবস্থা সংকটাপন্ন। তাদেরকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া চিকিৎসাধীন আরও দুজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এনিয়ে দুই দিনে মোট চারজন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরল।

আজ রোববার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, ‘আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা বেগম (৪০) নামের দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনার সময় উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন। আর সবুজা বেগম স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল আয়ান খান (১২) ও রাফসি (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।’

বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে ভর্তি ৩৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘সঙ্কটাপন্ন রোগীদের আইসিইউতে রাখা হয়েছে। সিভিয়ার ক্যাটাগরিতে, অর্থাৎ তাদের চেয়ে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। অন্যরা অন্যান্য ওয়ার্ডে আছে। ৩৪ রোগীর ২৮ জনই শিশু, ৫ নারী ও ৩ জন পুরুষ। তাদের মধ্যে শরীরে ৩০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে, এমন রোগী ৬ জন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বার্ন ইনস্টিটিউটের এই পরিচালক বলেন, ‘হাসপাতালে যারা ভর্তি রয়েছে, তাদের সঙ্গে নিয়মিত দুই বেলা ইউনিটের প্রধানেরা কথা বলছেন। তাদের মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮