হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিনিয়োগের উত্তম জায়গা বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশি বিনিয়োগ আসছে। জাপানের পাশাপাশি ভারত, চীন, সৌদি আরবসহ অনেকগুলো দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। যারা বিনিয়োগে আসবে তাদের অর্থনৈতিক অঞ্চলে সুযোগ দেওয়া হবে। তারা যেভাবে উন্নয়ন করতে চায় তা করতে পারবে। 

আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার রয়েছে। আমাদের দেশের ১৭ কোটি মানুষ তো সঙ্গে আছেই। পূর্ব দিকে ৫০ কোটি, উত্তর দিকে ১৫০ কোটি এবং পশ্চিমে ১০০ কোটি মানুষের বাজার বিদ্যমান। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিনিয়োগের চমৎকার পরিবেশ আছে বাংলাদেশ। কারণ আমরা সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছি। বিভিন্ন সেবা ও পরিসেবা অনুমোদনে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশ প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন। আমাদের ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করলে সমুদ্রপথ, আকাশ ও রেলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।’ 

শেখ হাসিনা বলেন, ‘আমাদের নিজস্ব মার্কেটের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বড় বাজার রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও আমাদের যোগাযোগ উন্নত হয়েছে। সেসব দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। কাজেই বিনিয়োগের সব থেকে উত্তম জায়গা বাংলাদেশ।’ 

এই অর্থনৈতিক অঞ্চলে যারা এখানে বিনিয়োগ করবেন তারা নিজেরা সমৃদ্ধ হবেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করি জাপানের এই উদ্যোগ অন্যদেরও আগ্রহী করবে। জাপানকে ধন্যবাদ জানাই। তারা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প করে দিচ্ছে। আমাদের ৫০ বছরের বন্ধুত্বের নিদর্শন। তাদের সঙ্গে আমাদের অংশীদারত্বে অনেক প্রকল্প আছে। ব্যবসাবান্ধব আরও অনেক প্রকল্প হবে আশা করি।’ 

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবনে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া। 

এ ছাড়া নারায়ণগঞ্জে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নওকি, আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, জাপানের সুমিতুমো করপোরেশনের সভাপতি মাসা উকি হিউদো প্রমুখ। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন