হোম > সারা দেশ > ঢাকা

শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়ি, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর শ্যামলী শিশুমেলার বিপরীতে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওয়েলকাম পরিবহনের বাস ভাঙচুর করা হয়। এ সময় একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল হামলার শিকার হয়। 

হামলার শিকার মোটরসাইকেলের মালিক কামাল হোসেন জানান, বিএনপির একটি মিছিল থেকে এ ঘটনা ঘটানো হয়েছে। 

কামাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘শ্যামলী থেকে শিশুমেলার দিকে বিএনপির একটা মিছিল আসে ২০০-৩০০ লোকের। শিশুমেলার ওই পাড় থেকে হঠাৎ রাস্তা পার হয়ে তারা বাস ভাঙচুর শুরু করে। তখন আমার মোটরসাইকেলটাও ভাঙচুর করে।’ 

একই মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে গাড়িটি কোন টিমের সেটি জানা যায়নি।

শ্যামলীতে ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক।

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ