হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মা সেতু পার হতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবী নিহত, চলছিল ফেসবুক লাইভ 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। এ সময় আরোহীর করা ফেসবুক লাইভে দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইনজামুল হক সুমন (৩৪) ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম মনাই হাওলাদার কান্দি গ্রামের ফজল হক মোল্লার ছেলে। আহত ব্যক্তির নাম আতিক হাসান (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও শিক্ষানবিশ আইনজীবী আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন, আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তাঁরা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আইনজীবী ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত হন লাইভ করতে থাকা আতিক হাসান। দুর্ঘটনার পুরো দৃশ্য ফেসবুকের লাইভে ধরা পড়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, পদ্মাসেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট