জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-নিমকো মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩-এর জন্য মনোনীত হয়েছেন আজকের পত্রিকার দুই সাংবাদিক। এঁরা হলেন সিনিয়র রিপোর্টার আয়নাল হোসেন ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক (রাজশাহী) রিমন রহমান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশাসনের কৌশলপত্র নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়ন করে ১০ জনকে নিমকো মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩-এর জন্য নির্বাচন করা হয়েছে। আজকের পত্রিকার দুজন ছাড়া নির্বাচিত অন্যরা হলেন নেক্সাস টেলিভিশনের সহকারী প্রযোজক আশহাদুল ইসলাম তারেক, বাংলাদেশ টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি জালাল উদ্দিন, বাংলাভিশনের নিউজ রুম এডিটর শারীফা সুলতানা, বণিক বার্তার রাজশাহী জেলা প্রতিনিধি মুহাম্মদ আলী ফেরদৌস সিদ্দিকী, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার হোসাইন মো. সজিবুর রহমান, রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার ফাতেমা আক্তার রমি, বাংলাদেশ বেতারের সিলেট আঞ্চলিক কার্যালয়ের পবিত্র কুমার দাশ ও রেডিও পদ্মার আনিকা তামান্না।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়ীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করা হবে বলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সূত্রে জানা গেছে।