হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির পশু কাটতে গিয়ে আহত ১৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিরা পশু কোরবানি দেন। আর এই কোরবানি উপলক্ষে বিভিন্ন পেশার শ্রমজীবীরা মৌসুমি কসাই বনে যান। অভিজ্ঞতা আর কৌশলের ঘাটতি থাকায় তাই ঘটে ছোটখাটো দুর্ঘটনা। কোরবানির পশু কাটতে গিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে এসেছেন অনেকে। 

আজ রোববার ঈদের দিন সকাল সাড়ে নয়টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) ঢাকা মেডিকেলে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ও আঘাতের চিহ্ন নিয়ে ঢাকা মেডিকেলে এসেছেন ১৫০ জন। তাঁদের মধ্যে গরুর ধাক্কা ও শিংয়ের গুঁতায় অনেকে আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল জরুরি বিভাগের দায়িত্বরত আবাসিক সার্জন (আরএস) ডাক্তার আলাউদ্দিন। 

ডাক্তার আলাউদ্দিন বলেন, গত বছরে তুলনায় এ ধরনের রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আহতদের অনেকেই চলে গেছে। বাকি যারা রয়েছেন তাঁরাও চলে যাবেন। এদের সমস্যা ভর্তি করে রাখার মতো অত গুরুতর না। 

তিনি আরও বলেন, আহতদের মধ্যে অনেকেই গুরুতর জখম হলেও কাউকে ভর্তি রাখা হয়নি। বেশির ভাগ লোকেরই হাত কাটা পা কাটা, আঙুল কাটা, গাল কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দিয়েছি। 

গরু জবাই দেওয়ার জন্য পা বাঁধতে গিয়ে আহত হয়েছেন পুরান ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা টুকু মিয়া (৩৮)। তিনি বলেন, আমি ১৫ বছর ধরে কসাইর কাজ করে আসছি। আমার বাপ চাচারাও কসাই ছিলেন। রোববার বেলা ১১টার দিকে ওয়ারি র‍্যাকিং স্ট্রিট একটি বসায় গরু ফেলানোর সময় গরুটি লাফিয়ে উঠে আমার শরীরে আঘাত করলে আমি ছিটকে গিয়ে দেয়ালের সঙ্গে আঘাত পাই, এতে আমার মাথা এবং শরীরে অনেক ব্যথা পেয়েছি। হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি। 

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকেরা কিছু ওষুধ দিয়েছেন। 

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় কোরবানি ঈদে আহত সংখ্যা কম। চিকিৎসা নিতে আসা আহতের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। 

চিকিৎসকের বলছেন, আহতদের বেশির ভাগই মৌসুমি কসাইয়ের পাশাপাশি শখের বশে গরু কোরবানির সময় সহযোগিতা ও গোশত কাটতে গিয়ে আহত হয়েছেন। কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারও হাত, কারও পা, এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়া রোগীর সংখ্যা বেশি। 

কোরবানি করতে গিয়ে আহত রোগীদের বেশির ভাগ ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঈদে রোগীদের সেবা দিতে প্রস্তুত ছিল বেশির ভাগ সরকারি হাসপাতাল।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু