হোম > সারা দেশ > ঢাকা

আসক্তিতে নির্ভরশীল হয়ে পড়া শিক্ষার্থীদের সচেতন করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীরা যে অতিরিক্ত মাত্রায় বিভিন্ন আসক্তিতে নির্ভরশীল হয়ে পড়েছে এর প্রতিরোধের জন্য ব্যাপক সচেতনতা প্রয়োজন বলে মনে করেন ঢাকা নেভী এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম. ইসমাইল (বি, এন)। 

আজ বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে নেভী এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার সার্বিক সহযোগিতায় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমে সকল ধরনের আসক্তির লক্ষণ প্রতিরোধের উপায় নিয়ে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি এই সচেতনতা কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী বলেন, ‘১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক বিরোধী এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন আসক্তিতে নির্ভরশীল ব্যক্তিদের জন্য আউটডোর সেবার গুরুত্ব এবং আসক্তি প্রতিরোধে পরিবার সমাজের মনোসামাজিক শিক্ষণের ওপরে গুরুত্বারোপ করেন।’ 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রেহানুল ইসলাম। তিনি বিভিন্ন আসক্তির লক্ষণ প্রতিরোধের উপায় এবং এর পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধে কী ধরনের উদ্যোগ নিতে পারেন এ বিষয়ে আলোকপাত করেন। 

এ কার্যক্রমে নেভী এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার ৮০ জন শিক্ষক ও ২০ জন স্টাফ অংশগ্রহণ করে। পরে উন্মুক্ত আলোচনায় শিক্ষকেরা অংশগ্রহণ করেন এবং আসক্তি প্রতিরোধে কীভাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে হবে এবং কী ধরনের লক্ষণ দেখলে তাদের চিহ্নিত করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ