হোম > সারা দেশ > ঢাকা

আসক্তিতে নির্ভরশীল হয়ে পড়া শিক্ষার্থীদের সচেতন করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীরা যে অতিরিক্ত মাত্রায় বিভিন্ন আসক্তিতে নির্ভরশীল হয়ে পড়েছে এর প্রতিরোধের জন্য ব্যাপক সচেতনতা প্রয়োজন বলে মনে করেন ঢাকা নেভী এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম. ইসমাইল (বি, এন)। 

আজ বৃহস্পতিবার ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে নেভী এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার সার্বিক সহযোগিতায় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সচেতনতা কার্যক্রমে সকল ধরনের আসক্তির লক্ষণ প্রতিরোধের উপায় নিয়ে এক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি এই সচেতনতা কার্যক্রম ধারাবাহিকভাবে চালানো ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী বলেন, ‘১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক বিরোধী এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন আসক্তিতে নির্ভরশীল ব্যক্তিদের জন্য আউটডোর সেবার গুরুত্ব এবং আসক্তি প্রতিরোধে পরিবার সমাজের মনোসামাজিক শিক্ষণের ওপরে গুরুত্বারোপ করেন।’ 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. রেহানুল ইসলাম। তিনি বিভিন্ন আসক্তির লক্ষণ প্রতিরোধের উপায় এবং এর পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধে কী ধরনের উদ্যোগ নিতে পারেন এ বিষয়ে আলোকপাত করেন। 

এ কার্যক্রমে নেভী এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার ৮০ জন শিক্ষক ও ২০ জন স্টাফ অংশগ্রহণ করে। পরে উন্মুক্ত আলোচনায় শিক্ষকেরা অংশগ্রহণ করেন এবং আসক্তি প্রতিরোধে কীভাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করতে হবে এবং কী ধরনের লক্ষণ দেখলে তাদের চিহ্নিত করতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু