হোম > সারা দেশ > গাজীপুর

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় শহীদ মোল্লাহ্ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাশেমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহীদ মোল্লাহ্ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার জৈনা বাজার এলাকায় ডিমের পাইকারি আড়ত পরিচালনা করতেন।

জৈনা বাজারের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, আজ সকালে মোটরসাইকেল নিয়ে জৈনা বাজার রওনা হন শহীদ মোল্লাহ্। নয়াপাড়া গ্রামের কাশেমপুর বাজার পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জৈনা বাজার ইজারাদার আবুল হাসেম।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে পরিবারের পক্ষে এখনো থানা-পুলিশকে খবর দেয়নি। খোঁজ নেওয়া হচ্ছে।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর