হোম > সারা দেশ > গাজীপুর

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় শহীদ মোল্লাহ্ (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কাশেমপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহীদ মোল্লাহ্ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডোবালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার জৈনা বাজার এলাকায় ডিমের পাইকারি আড়ত পরিচালনা করতেন।

জৈনা বাজারের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, আজ সকালে মোটরসাইকেল নিয়ে জৈনা বাজার রওনা হন শহীদ মোল্লাহ্। নয়াপাড়া গ্রামের কাশেমপুর বাজার পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জৈনা বাজার ইজারাদার আবুল হাসেম।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে পরিবারের পক্ষে এখনো থানা-পুলিশকে খবর দেয়নি। খোঁজ নেওয়া হচ্ছে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব