হোম > সারা দেশ > গাজীপুর

ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের অগ্নিসংযোগ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় আজাদুল হক (৪০) নামে এক পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। এ ঘটনায় ট্রাকে অগ্নিসংযোগ ও আশপাশের অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। 

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আজাদুল হক (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিনস নামে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন। 

কারখানার শ্রমিক ও পুলিশ সদস্যরা জানান, আজ সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার নিজ নিজ কারখানায় কাজে যাচ্ছিলেন। এ সময় নিরাপত্তাকর্মী আজাদুল হক সড়ক পারাপার করতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

এরপর উত্তেজিত শ্রমিকেরা চাপা দেওয়া ট্রাকটি আটকে তাতে আগুন দেন। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কে অবরোধের কারণে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন শ্রমিকেরা। এতে উভয় দিকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ সকালে ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। ঘটনার পরপরই ট্রাকে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। পরে ট্রাকটি জব্দ করা হয়।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস