হোম > সারা দেশ > গাজীপুর

ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের অগ্নিসংযোগ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় আজাদুল হক (৪০) নামে এক পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। এ ঘটনায় ট্রাকে অগ্নিসংযোগ ও আশপাশের অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। 

আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আজাদুল হক (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিনস নামে একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন। 

কারখানার শ্রমিক ও পুলিশ সদস্যরা জানান, আজ সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার নিজ নিজ কারখানায় কাজে যাচ্ছিলেন। এ সময় নিরাপত্তাকর্মী আজাদুল হক সড়ক পারাপার করতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

এরপর উত্তেজিত শ্রমিকেরা চাপা দেওয়া ট্রাকটি আটকে তাতে আগুন দেন। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। মহাসড়কে অবরোধের কারণে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন শ্রমিকেরা। এতে উভয় দিকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ সকালে ট্রাকচাপায় কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। ঘটনার পরপরই ট্রাকে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। পরে ট্রাকটি জব্দ করা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির