হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকার নাজমুল আলম তুহিন (২৫) ও আব্দুল ওহাব (৫৬)।

কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, নাজমুল আলম তুহিনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয় এবং ১০ দিন আগে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মাদক সেবনকারী। তাঁদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে চেষ্টা চলছে।

জানা গেছে, গত ৩১ মে রাত আড়াইটার দিকে রেলওয়ের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার গ্রামের বাড়ি কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকায় মুখোশ পরা ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৪ লাখ টাকা, ১১ ভরি সোনাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল