গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের কারাগার-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়। আজ সোমবার সকালে তাঁরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদিরা হলেন, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের নূর ইসলাম ওরফে শেক চান (৬৯)। শেখ চান বন্দী অবস্থায় কারা হাসপাতালের ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন। অপরজন গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা তাইজুদ্দিন (৭৬)।
কাশিমপুর কারাগার-১ এর জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম জানান, তারা দুজন পৃথক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এ কারাগারে বন্দী ছিলেন। সোমবার সকাল ৬টার দিকে কারাগারের অভ্যন্তরে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আমিরুল ইসলাম আরও জানান, কারা হাসপাতালে তাঁদের অবস্থার উন্নতি না হলে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় সোমবার বিকেলে তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।