হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে ছিল বর্ষবরণের ৩৮ ফানুস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন বছর বরণে রাজধানীতে বিভিন্ন স্থানে গতকাল রোববার মধ্যরাতে ওড়ানো ফানুস এবারও আটকেছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। তবে এবার রাতের মধ্যেই ফানুসগুলো অপসারণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। 

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, গতকাল রাতে মেট্রোরেলের তারে আটকে থাকা ৩৮টি ফানুস অপসারণ করা হয়েছে। ডিএমটিসিএলের কর্মীরা রাত ৩টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত টহল দিয়ে এগুলো অপসারণ করেছে। 

তিনি বলেন, তাঁদের আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী পেট্রোলিং টিম মাঠে কাজ করেছে। 

এর আগে গত বছরও মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর ফানুস আটকে যায়। গত ২৮ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় মেট্রোরেলের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানো বা আতশবাজি না পোড়াতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছিলেন। এ বিষয়ে পুলিশের সহায়তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট