হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বাসের ধাক্কায় শহিদ সরদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে একটি বাস মোটরসাইকেলটিকে পাশ থেকে জোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে আছড়ে পড়লে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। বাসটি দ্রুতগতিতে চলে যাওয়ার কিছুক্ষণ পর সড়কে আগুন দেখে আশপাশের লোকজন দুর্ঘটনাটি দেখতে পায় এবং পুলিশকে জানায়। 

স্থানীয়রা জানান, শহিদ সরদার ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলটির পাশে আরও একটি হেলমেট পড়ে থাকতে দেখা গেছে। তবে আর কোনো আরোহী ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু