হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে বাসের ধাক্কায় শহিদ সরদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে একটি বাস মোটরসাইকেলটিকে পাশ থেকে জোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে আছড়ে পড়লে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। বাসটি দ্রুতগতিতে চলে যাওয়ার কিছুক্ষণ পর সড়কে আগুন দেখে আশপাশের লোকজন দুর্ঘটনাটি দেখতে পায় এবং পুলিশকে জানায়। 

স্থানীয়রা জানান, শহিদ সরদার ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলটির পাশে আরও একটি হেলমেট পড়ে থাকতে দেখা গেছে। তবে আর কোনো আরোহী ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ