হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্যাকেটে পরিমাপে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অভিযোগে রাজধানীর খিলক্ষেতের কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এতে মা বেকারি অ্যান্ড কনফেকশনারি, টাঙ্গাইল সুইটসসহ চার বেকারিকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) নোমান আহমদ সোমবার (১৯ ডিসেম্বর) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নোমান আহমদ বলেন, খিলক্ষেতের বাউলা ও বটতলা বাজার এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চার বেকারি ও কনফেকশনারিকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্ব দেন। এতে বিএসটিআইয়ের একটি এবং র‍্যাব-১-এর একটি টিম সহযোগিতা করে। 

সিনিয়র এএসপি নোমান আহমদ বলেন, প্যাকেটে পরিমাপে কম দেওয়া, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় এবং স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির অপরাধে এসব জরিমানা করা হয়। অভিযানকালে মা বেকারি অ্যান্ড কনফেকশনারির শরিফুল ইসলামকে (৩৫) ৮০ হাজার টাকা, টাঙ্গাইল সুইটসসের শ্রী নিখিল সরকারকে (৫৫) ১ লাখ টাকা, সোহাগ বেকারি অ্যান্ড কনফেকশনারির কুতুব উদ্দিনকে (৩২) ২০ হাজার টাকা এবং সুফিয়ান বেকারি অ্যান্ড কনফেকশনারির নান্নু মিয়াকে (৪৮) ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ