হোম > সারা দেশ > ঢাকা

আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। 

তিনটি মামলায় এর আগে নিপুণ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছিল। 

শাহবাগ থানার এক নাশকতা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। 

সমাবেশ শেষে তাঁরা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক আক্রমণ করে। পরে মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় বিএনপি নেতা–কর্মীরা শাহবাগের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে নেতা–কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন ও সরকারি কাজে বাধা দেন। 

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। অপর দুটি মামলাও পুলিশের কাজে বাধা দেওয়া ও রাস্তায় গাড়ি ভাঙচুরের মামলা। 

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি