হোম > সারা দেশ > ঢাকা

আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। 

তিনটি মামলায় এর আগে নিপুণ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছিল। 

শাহবাগ থানার এক নাশকতা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। 

সমাবেশ শেষে তাঁরা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক আক্রমণ করে। পরে মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় বিএনপি নেতা–কর্মীরা শাহবাগের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে নেতা–কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন ও সরকারি কাজে বাধা দেন। 

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। অপর দুটি মামলাও পুলিশের কাজে বাধা দেওয়া ও রাস্তায় গাড়ি ভাঙচুরের মামলা। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু