হোম > সারা দেশ > ঢাকা

আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ ছিদ্দিকীর আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। 

তিনটি মামলায় এর আগে নিপুণ রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করা হয়েছিল। 

শাহবাগ থানার এক নাশকতা মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে দলটি। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। 

সমাবেশ শেষে তাঁরা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক আক্রমণ করে। পরে মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় বিএনপি নেতা–কর্মীরা শাহবাগের দিকে যেতে থাকে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে নেতা–কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন ও সরকারি কাজে বাধা দেন। 

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। অপর দুটি মামলাও পুলিশের কাজে বাধা দেওয়া ও রাস্তায় গাড়ি ভাঙচুরের মামলা। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল