হোম > সারা দেশ > নরসিংদী

স্বামীর সামনে ধর্ষণের ঘটনায় ২ আসামির এক দিনের রিমান্ড

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীর সামনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ সিদ্দিক এ আদেশ দেন। 

রিমান্ড পাওয়া দুজন হলেন, ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. রাজিব (২৮) ও চামড়াবো বাজার এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. রিফাত হোসেন ওরফে জাফর (২৪)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আদালত তাঁদের দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ইমায়েদুল জাহেদী বলেন, একাধিক দিনে জিজ্ঞাসাবাদ করা গেলে ভালো হতো। তারপরও রিমান্ডে পাওয়ায় ঘটনার শুরু ও শেষ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। 

এর আগে গতকাল রোববার দলবদ্ধ ধর্ষণের অভিযোগে নির্যাতনের শিকার ওই নারীর স্বামী ভৈরব রেলওয়ে থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। এ মামলার আরেক অজ্ঞাত আসামি (৩০) পলাতক রয়েছেন। তাঁর পূর্ণাঙ্গ নাম–পরিচয় শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় লোকজনের ধারণা, ঘোড়াশাল স্টেশন এলাকার আশপাশে বসবাস করেন তিনি। 

ভৈরব রেলওয়ে থানা সূত্র জানায়, পলাতক আসামির খোঁজে পুলিশ সক্রিয় রয়েছে। তাঁকে গ্রেপ্তারে একাধিক জায়গায় অভিযান চালানো হচ্ছে। পুলিশের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামি ধরা পড়বে। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। ঝালমুড়ি খেতে খেতে রেলপথ ধরে হাঁটছিলেন তাঁরা। এ সময় রাজিব ও রিফাতসহ অভিযুক্ত তিনজন ওই দম্পতিকে দাঁড় করিয়ে পরিচয় জানতে চান। একপর্যায়ে ঘোড়াশাল রেল স্টেশন থেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারপিট করেন তাঁরা। এরপর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন তিনজন। একপর্যায়ে সেখান থেকে ছুটে গিয়ে ৯৯৯-এ কল দেন গৃহবধূর স্বামী। এরপর ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির