হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে পিকআপভ্যান–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, গুরুতর আহত মা

গাজীপুরের শ্রীপুরে পিকআপভ্যানের ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক শিশু (০৮) নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার বিকেলে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের উপজেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

শিশু মোর্শিদা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের মোশাররফের মেয়ে। গুরুতর আহত মা মৌটসী আক্তার মৌ (৩২)। নিহত ও আহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজেন্দ্রপুরগামী অটোরিকশাটির সঙ্গে কাপাসিয়াগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী আহত হন। দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে এক শিশু মারা যায়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ে। এ ঘটনায় গুরুতর আহত শিশুর মা চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ