হোম > সারা দেশ > ঢাকা

পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারেরা হলেন—রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)। এ সময় তাঁদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ দুই হাজার ৪০ টাকা ও তিনটি কাঠের লাঠি জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল। 

তিনি বলেন, সোমবার রাতে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে তারা চাঁদা তুলছিল। 

সোহেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা জানান, তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করছিল। ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় একটি মামলা করা হয়েছে এবং তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি এম. জে. সোহেল।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে