হোম > সারা দেশ > ঢাকা

পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারেরা হলেন—রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)। এ সময় তাঁদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ দুই হাজার ৪০ টাকা ও তিনটি কাঠের লাঠি জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল। 

তিনি বলেন, সোমবার রাতে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে তারা চাঁদা তুলছিল। 

সোহেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা জানান, তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করছিল। ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় একটি মামলা করা হয়েছে এবং তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি এম. জে. সোহেল।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে