হোম > সারা দেশ > ঢাকা

পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকা থেকে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারেরা হলেন—রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)। এ সময় তাঁদের কাছ থেকে আদায়কৃত চাঁদার নগদ দুই হাজার ৪০ টাকা ও তিনটি কাঠের লাঠি জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল। 

তিনি বলেন, সোমবার রাতে বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে তিন পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন থেকে তারা চাঁদা তুলছিল। 

সোহেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা জানান, তারা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতোয়ালি ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণ করছিল। ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় একটি মামলা করা হয়েছে এবং তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি এম. জে. সোহেল।

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু