হোম > সারা দেশ > ঢাকা

পরীমণি ইস্যুতে সিটি ব্যাংকের জিডি, চলছে মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফীন চিত্রনায়িকা পরীমণিকে সাড়ে ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন– কয়েকটি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে। গতকাল সোমবার সিটি ব্যাংকের হেড অব কোর্ট অপারেশন গাজী এম শওকত হাসান ব্যাংকের পক্ষে গুলশান থানায় এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, মিথ্যা-বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে একটি চক্র সিটি ব্যাংক থেকে চাঁদাবাজির পাঁয়তারা করছে।

গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পরীমণিকে গাড়ি দেওয়ার সংবাদের ব্যাপারে মাসরুর আরেফীন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা। আমি একদমই চিন্তিত না। যারা সুনামহানি করছেন, তাঁদের ব্যাপারে আজকে জিডি হয়েছে। ভবিষ্যতে মামলাও হবে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, থানায় জিডি হয়েছে। আমরা জিডির বিষয়টি তদন্ত করে দেখছি।

গুলশান থানার জিডিতে গাজী এম শওকত হাসান বলেছেন, সিটি ব্যাংক অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অভিনেত্রীর বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে দি সিটি ব্যাংক লিমিটেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত বলে একটি মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে। এসব তথ্যকে পুঁজি করে সমাজের কিছু স্বার্থান্বেষী, প্রতারক ও চাঁদাবাজ বিভিন্নভাবে ব্যাংকের কর্মকর্তাদের নাজেহাল করার অপচেষ্টায় লিপ্ত আছে অথবা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় এবং ব্যাংক হতে অবৈধ পন্থায় অর্থ লাভের আশায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। ভবিষ্যতে করতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট